সৌদি এয়ারলাইন্সের হজ স্পেশাল বিমানটিকে জরুরি ভিত্তিতে অবতরণ (মেডিক্যাল ল্যান্ডিং) কলকাতা বিমানবন্দরে
কলকাতা: হজ স্পেশাল বিমানে ফিরছিলেন যাত্রী। হঠাৎই মাঝ আকাশে অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি কলকাতা বিমানবন্দরে (Netaji Subhas Chandra Bose International Airport) অবতরণ করানো হয় সৌদি এয়ারলাইন্সের হজ স্পেশাল বিমানের। নিয়ে যাওয়া হয় আরজিকর হাসপাতালে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। কলকাতা বিমানবন্দর সূত্রের খবর, এদিন দুপুর ১টা নাগাদ মদিনা থেকে কলকাতাগামী হজ স্পেশাল বিমানে নাজিম আলি মহম্মদ নামে ৬৫ বছর বয়সী এক যাত্রী হঠাৎই অসুস্থ বোধ করেন। বিমানের মধ্যে তাঁর শ্বাসকষ্ট হতে শুরু করে। তড়িঘড়ি বিমানসেবিকাদের নজরে আনা **হয় বিষয়টি। দ্রুততার সঙ্গে বিমানের পাইলট কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন।
পরিস্থিতি ভাল না হওয়ায় জরুরি ভিত্তিতে বিমানটিকে অবতরণ (মেডিক্যাল ল্যান্ডিং) করানো হয়। কলকাতা বিমানবন্দরে চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা করেন। কিন্তু বিমানবন্দর সূত্রে খবর, ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন ছিল। এরপরই নাজিম আলি মহম্মদকে আরজিকর হাসপাতালে স্থানান্তর করা হয়। বেলা ২ টা নাগাদ পাওয়া খবরে, ওই ব্যক্তির শারীরিক অবস্থা ভাল নয়।
এর আগেও কলকাতা বিমানবন্দরে একাধিক বিমানের অবতরণের ঘটনা ঘটেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া অর্থাৎ বৃষ্টি, ঝড়ের কারণে বিভিন্ন সময় বিমানের অবতরণ হয়েছে কলকাতায়। এয়ার টার্বুলেন্সের কারণেও জরুরি ভিত্তিতে নামানো হয়েছে বিমানকে, এমনও ঘটনা ঘটে মাঝেমধ্যে। এছাড়াও যান্ত্রিক ত্রুটি, পাখির সঙ্গে বিমানের ধাক্কা লাগার ঘটনার কারণেও অবতরণ করতে হয় বিমান। কিছুদিন আগে কলকাতা বিমানবন্দরে বিমান অবতরণের আগে মাঝ আকাশেই একটি পাখির সঙ্গে বিমানের ধাক্কা লাগে। সেই ঘটনায় বিমানের কিছুটা ক্ষতিও হয়। তবে পাইলটের দক্ষতায় যাত্রীদের বিপন্মুক্ত রেখেই অবতরণ করানো হয় বিমানটির।