SpiceJet-এর বোয়িং 737 বিমানটির রেজিস্ট্রেশন বাতিল করুন, আর্জি DGCA-কে

স্পাইসজেটের একজন মুখপাত্র বলেন, ‘এই বিমানটি ২০২১ সালে সময়ের আগে বাতিল হওয়া লিজ চুক্তির অংশ। বিমানটি ৮ মাস আগেই আমাদের ফ্লিট থেকে সরানো হয়েছে। এটি কোনোভাবেই আমাদের অপারেশন বা সময়সূচীকে প্রভাবিত করে না।’

1/5ডিজিসিএ-কে বোয়িং ৭৩৭ বিমান রেজিস্ট্রেশন বাতিল করতে অনুরোধ করল অল্টারনা এয়ারক্রাফ্ট

2/5এই অল্টারনা এয়ারক্রাফ্ট লিমিটেড স্পাইসজেটকে বিমান লিজ দেয়। কেন তারা এমন অনুরোধ করছে, তা অবশ্য জানা যায়নি।

3/5এক্ষেত্রে উল্লেখ্য সম্প্রতি, স্পাইসজেট তার উড়ানে একাধিক প্রযুক্তিগত জটিলতার সম্মুখীন হয়। এরপরেই ডিজিসিএ-কে দুবাইয়ের এক লিজ প্রদানকারী, স্পাইসজেটের তিনটি বিমানের রেজিস্ট্রেশন বাতিল করতে বলে।

4/5স্পাইসজেটের একজন মুখপাত্র বলেন, ‘এই বিমানটি ২০২১ সালে সময়ের আগে বাতিল হওয়া লিজ চুক্তির অংশ। বিমানটি ৮ মাস আগেই আমাদের ফ্লিট থেকে সরানো হয়েছে। এটি কোনোভাবেই আমাদের অপারেশন বা সময়সূচীকে প্রভাবিত করে না।’

5/5লিজ চুক্তি অনেক সময়ে ভাড়ার টাকা প্রদান না করার মতো কারণে বন্ধ হয়ে যায়। তখন ইজারাদাররা এই জাতীয় ডি-রেজিস্ট্রেশনের জন্য অনুরোধ করে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.