নভোএয়ার যাত্রী সুবিধার কথা বিবেচনা করে চট্টগ্রাম রুটে ফ্লাইট বৃদ্ধি করছে। আগামী ১৬ আগষ্ট থেকে শুক্রবার বাদে প্রতিদিন ৭টি করে ফ্লাইট পরিচালনা করবে। এই ফ্লাইটটি সকাল ৭ঃ১৫ মিনিটে ঢাকা ছেড়ে যাবে এবং চট্টগ্রাম থেকে সকাল ৮ঃ৩০ মিনিটে ছেড়ে আসবে।
বর্তমানে নভোএয়ার চট্টগ্রাম রুটে সর্বনি¤œ ভাড়া ৩২০০ টাকায় প্রতিদিন ৬টি করে ফ্লাইট পরিচালনা করছে ।
চট্টগ্রাম ছাড়াও নভোএয়ার বর্তমানে অভ্যন্তরীণ রুট কক্সবাজার, যশোর, সিলেট, সৈয়দপুর, রাজশাহী ও বরিশালে ফ্লাইট পরিচালনা করছে এবং আন্তর্জাতিক রুট ইয়াঙ্গুনে প্রতি সপ্তাহে ৩টি করে ফ্লাইট পরিচালনা করছে। শিগগিরই নেপাল ও ভারতের বিভিন্ন অঙ্গ রাজ্য আন্তর্জাতিক নতুন গন্তব্যে ফ্লাইট পরিচালনা শুরু করা হবে।