গাজায় ইসরাইলের বিমান হামলা, বহু হতাহত

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় শিশুসহ অন্তত ৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) এ হামলার ঘটনা ঘটে।

ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

একটি বিবৃতিতে ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, ইসরায়েলি সামরিক বাহিনী বর্তমানে গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে।

 সেখানে একটি বিশেষ পরিস্থিতি ঘোষণা করা হয়েছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, পাঁচ বছর বয়সী এক শিশুসহ ৪ জন নিহত হয়েছেন।

গাজার বিদ্রোহী গোষ্ঠী ইসলামিক জিহাদ জানায়, তাদের সংগঠনের সামরিক শাখা আল-কুদস ব্রিগেডের অন্যতম কমান্ডার তাইসির আল-জাবারির মৃত্যুতে শোক জানানো হয়েছে।

চলতি সপ্তাহে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে অভিযানের সময় ইসলামিক জিহাদ গ্রুপের এক নেতাকে গ্রেপ্তার করা হলে সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। এরপর থেকেই হামলা বৃদ্ধি করেছে ইসরায়েল।  এর পরিপ্রেক্ষিতে ইসরায়েল গাজার আশেপাশের সড়কগুলো বন্ধ করে  সীমান্ত এলাকাগুলোতে অতিরিক্ত বাহিনী পাঠানো হয়।

সূত্র: এনডিটিভি

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.