ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় শুক্রবার বিমান হামলা চালায় ইসরায়েল। এই হামলায় ইসলামিক জিহাদ গ্রুপের একজন কমান্ডার এবং ৫ বছর বয়সী এক শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছে।
এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল-জাজিরা।
ইসলামিক জিহাদের সামরিক শাখা আল-কুদস ব্রিগেডের কমান্ডার তাইসির আল-জাবারি গাজা শহরের কেন্দ্রস্থলে প্যালেস্টাইন টাওয়ারের একটি অ্যাপার্টমেন্টে বিমান হামলায় মারা গেছেন বলে নিশ্চিত করেছে জানিয়েছে গ্রুপটি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আল-জাবারি ও পাঁচ বছর বয়সী এক মেয়েসহ অন্তত ১০ জন নিহত হয়েছে। ইসরায়েলি অভিযানের ফলে কমপক্ষে ৫৫ জন আহত হয়েছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে বিমান হামলার প্রতিবাদে ইসরায়েলের তেল-আবিবসহ বিভিন্ন শহরে ১০০টিরও বেশি রকেট ছুড়েছে ইসলামিক জিহাদ। তবে ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, সেখানে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।