ইন্দোনেশিয়ার ফাঁকা মাঠে পড়ে থাকা বোয়িং বিমান ঘিরে ঘনাচ্ছে রহস্য

ইন্দোনেশিয়ার বালি’তে একটি ফাঁকা মাঠের মধ্যে পার্ক করা একটি পরিত্যক্ত বোয়িং ৭৩৭ বিমান। কিন্তু বিষয়টি স্বাভাবিক নয়। কারণ, কেউ বলতে পারেন না, কোথা থেকে এলো বিমানটি। কে-ই বা এর মালিক।

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, রীতিমত এক রহস্যে পরিণত হয়েছে বিষয়টি। ফলে পর্যটকরা ছুটে যাচ্ছেন তা দেখতে। এ দৃশ্য দেখার পর তাদেরকে মাথা চুলকাতেই হচ্ছে। কারণ, অনেক প্রশ্নে উত্তর পাচ্ছেন না তারা।

বিমানটি রায়া নুসা দুয়া সেলাতান মহাসড়কের কাছে একটি পাথর কোয়ারির ওপর অলস বসে আছে। এ স্থানটি পর্যটনের প্রাণকেন্দ্র পান্ডাওয়া সমুদ্র সৈকত থেকে খুব বেশি দূরে নয়।

বালি’র কোনো কোনো নাগরিক মনে করেন, বিমানটি ওই স্থানে নিয়েছেন একজন উচ্চাকাঙ্ক্ষী ব্যবসায়ী। তিনি এটিকে একটি রেস্তোরাঁ বানাতে চেয়েছিলেন। বিমানের ভেতর থেকেই সেটি পরিচালনা করতে চেয়েছিলেন। বিমানটির সামনে থেকে তাকালে দেখা যাবে এ থেকে নামার সিঁড়ি নেমে গেছে।

তবে বালিতে এটাই এমন অলস একমাত্র বোয়িং ৭৩৭ নয়। অন্যান্য স্থানেও দেখা যাবে অব্যবহৃত বিমান। এর বেশির ভাগই পর্যটকদের আকৃষ্ট করতে ব্যবহার করা হয়েছে। এর একটি ঠিক এর পাশেই ডানকিন ডোনাটসে অবস্থান করছে। এর একটি পাখা ডানকিন ডোনাটসের ডাইনিং ওয়ালের ওপর ঠেস দিয়ে আছে।

কিন্তু এ বিমানগুলো কিভাবে এসব স্থানে নেয়া হয়েছে তা কেউ বলতে পারেন না। কেউ কেউ বলেছেন, এই জেট বিমানে কোনো ইঞ্জিন নেই। এটাও রেস্তোরাঁ বানানোর জন্য হয়তো নেয়া হয়েছিল। অথবা বসবাসের বাড়ি হিসেবে ব্যবহারের পরিকল্পনা ছিল।

মনে করা হচ্ছে ২০০৭ সাল থেকে বিমানটি সেখানে আছে। ২০১৮ সালে একটি ইভেন্ট ভেন্যু হিসেবে ব্যবহার করা হয়েছিল এটি। ২০২১ সালে নয়াং-নয়াং সমুদ্র সৈকতে একটি পাহাড়ের চূড়ায় দেখা গেছে আরেকটি বিমান। এটিও পর্যটনের আকর্ষণে পরিণত হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.