জালিয়াতি, ঘুষ ও দুর্নীতির অভিযোগে ইউরোপীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান ‘এয়ারবাস’ ব্রিটেনে ফৌজদারী তদন্তাধীন রয়েছে।
সিএনএন-এর তথ্যমতে, এ৩২০ এবং ৩৮০ এর নির্মাতা এই প্রতিষ্ঠান গ্রাহকদের সঙ্গে ‘তৃতীয় পক্ষের পরামর্শক’ ব্যবহারের সাথে যুক্ত ছিল এমনটা অনুসন্ধান করছে যুক্তরাজ্যের দুর্নীতি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।
এয়ারবাস জানায়, আবেদনপত্রে উল্লিখিত রপ্তানি অর্থায়নে নিযুক্ত গ্রাহকদের সাথে পরামর্শকদের সম্পর্কে প্রদত্ত তথ্য ‘ভুল বিবৃতি আর বিচ্যুতি’ ছিল।
বিশ্বজুড়ে বোয়িংয়ের সবচেয়ে বড় প্রতিযোগী এই প্রতিষ্ঠানটি সম্পর্কে অভিযোগ পাওয়া যায় এপ্রিলে। একই মাসে ব্রিটিশ সরকারের দুইটি অফিস থেকে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগ করে বিজ্ঞপ্তি দেওয়া হয়।
রোববার এয়ারবাস জানায় তারা যুক্তরাজ্যের তদন্তকাজে সহযোগিতা করছে।
সিএনএনের তথ্যানুসারে, এ বছর এয়ারবাসের নিয়মলঙ্ঘনের প্রতিবেদন আসার পর, ইউরোপে প্রতিষ্ঠানটির অনেক কার্যক্রম স্থগিত করে দেওয়া হয়।
বিমান নির্মাতা এই প্রতিষ্ঠানটি জানিয়েছে, জুলাই মাসের পরিকল্পনা অনুযায়ী এই বছরের চতুর্থ ত্রৈমাসিক পর্যন্ত তারা তাদের অর্থনীতি পুনরুদ্ধারের সময়সীমা নির্ধারণ করেছেন।
তাছাড়াও চলমান সংকট মোকাবেলায় বিদেশে ব্যবসা ঝুকিতে সাহায্য নিতে ঋণ আর বীমা কম্পানিগুলোর প্রতি আহবান জানিয়েছে প্রতিষ্ঠানটি।