সরকারি কোটার ৪ হাজার ৮০০ হজযাত্রী বেসরকারি ব্যবস্থাপনায় পাঠানোর চূড়ান্ত তালিকা প্রণয়নের জন্য সৌদি ওমরাহ ও হজ মন্ত্রণালয় ৮ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল।
সৌদি সরকারের বেঁধে দেয়া ওই সময়ের মধ্যে দেড় সহস্রাধিক কোটা পূরণ না হওয়ায় সময় বৃদ্ধির আবেদন জানায় ধর্ম মন্ত্রণালয়। তাদের অনুরোধে শর্তসাপেক্ষে বুধবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে সৌদি সরকার।
মক্কা হজ অফিসের কাউন্সিলর মোহাম্মদ মাকসুদুর রহমান মঙ্গলবার এক চিঠিতে জানান, হজযাত্রী রেজিস্ট্রেশনের আরো একদিন পুনঃনির্ধারণ করে ৪ হাজার ৮০০ যাত্রীর সকলকে পাঠানোর চেষ্টা করা যেতে পারে বলে উল্লেখ করেন।
সৌদি ওমরাহ ও হজ মন্ত্রণালয়ের শর্তগুলো হলো- এজেন্সিভিত্তিক হজযাত্রীর তালিকা ১০ আগস্টের মধ্যে তাদের কাছে জমা দিতে হবে। ইতোমধ্যেই যে সকল সৌদি মোয়াল্লেমের কোটা পূরণ হয়ে গেছে, তাদের মোয়াল্লেম নির্ধারণ করা যাবে না। কারণ কোনো অবস্থাতেই মোয়াল্লেমদের হজযাত্রীর কোটা বৃদ্ধি করা হবে না।
যে সকল মোয়াল্লেমের হজযাত্রীর কোটা শূন্য আছে কেবল তাদেরই মোয়াল্লেম হিসেবে গ্রহণ করা যাবে। তবে সেক্ষেত্রে একজন মোয়াল্লেমের অনুকূলে কমপক্ষে ৫০ জন হজযাত্রীর গ্রুপকে উৎসাহিত করতে বলা হয়। একক এজেন্সির হজযাত্রীর সংখ্যা ৫০ জনের কম হলে একাধিক এজেন্সিকে ‘মোয়াচাচ্ছার’ মাধ্যমে সমন্বয়ের চেষ্টা করা যেতে পারে বলে চিঠিতে উল্লেখ করা হয়।