এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য টেকনিক্যাল পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতের শ্রীধরন শ্রীরাম। আজ রোববার দুপুরে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামেন তিনি। এরপর বিমান বন্দর থেকে সরাসরি চলে যান মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
মিরপুরে এসে সাকিব-আফিফদের লাল ও সবুজ দলের মধ্যকার টি-টোয়েন্টির প্রস্ততি ম্যাচ দেখেছেন শ্রীরাম। এরপর মাঠেই নির্বাচক ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন ও জেমি সিডন্সদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান তিনি।
তবে শ্রীরামের মাঠে আসার দিনে মিরপুরে প্রস্তুতি ম্যাচে ছিলেন না হেড কোচ রাসেল ডমিঙ্গো। শনিবার দলীয় অনুশীলনের প্রথম দিন থাকলেও আজ ছিলেন না তিনি। সোমবার কোচিং স্টাফের সদস্যদের সঙ্গে বৈঠকে বসবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।