একা বিমান চালিয়ে বিশ্ব ঘোরার রেকর্ড গড়ার পথে
একা বিমান চালিয়ে বিশ্বজুড়ে উড়ে যাওয়ার বিশ্বরেকর্ড করতে বেরিয়েছে ১৭ বছর বয়সী পাইলট ম্যাক রাদারফোর্ড। সে ২৩ মার্চ বুলগেরিয়ার সোফিয়া থেকে ইতালি এবং গ্রিসের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। এর আগে তার বোন জারা (১৯) এ বছরের জানুয়ারিতে সর্বকনিষ্ঠ নারী হিসেবে পুরো পৃথিবী উড়ে বেড়িয়েছেন। সেই সাথে সবচেয়ে কম বয়সী হিসেবে মাইক্রোলাইট বিমানে পৃথিবী প্রদক্ষিণ করেন জারা।
ম্যাকের লক্ষ্য বিশ্বজুড়ে একা উড়ে যাওয়ার জন্য সর্বকনিষ্ঠ পুরুষের রেকর্ড ভাঙা। বর্তমানে এই রেকর্ড ব্রিটিশ ট্র্যাভিস লুডলোর রয়েছে। তিনি ১৮ বছর ১৫০ দিন বয়সে এই কীর্তি সম্পন্ন করেছিলেন।
ম্যাক স্কটল্যান্ডে অবতরণ করার পর জানায়, সুদানে বালুর ঝড়, দুবাইয়ে চরম তাপ, ভারতে বিমানবন্দর বন্ধসহ অনেক প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে উড়ে গেছে সে।
ব্রিটিশ-বেলজিয়ান এই কিশোর ইতিমধ্যে তার যাত্রার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সে শনিবার অ্যাবারডিনে অবতরণ করেছে। ২৪ আগস্ট সোফিয়াতে ফেরার আশা করছে সে।
ম্যাক বলে, ‘আমার বয়সী অনেক মানুষ আছে, যারা অনেক আশ্চর্যজনক কাজ করে। খুব কম লোকই তাদের সম্পর্কে জানে। আমরা একসাথে হলে দেখাতে পারব যে তরুণরা একটি পরিবর্তন আনতে পারে।’
ম্যাক জানায়, তিন বছর বয়স থেকেই সে পাইলট হতে চেয়েছিল। ২০২০ সালের সেপ্টেম্বরে লাইসেন্সের জন্য যোগ্যতা অর্জন করে সে। যার মাধ্যমে সে ১৫ বছর এবং দুই মাস বয়সে বিশ্বের সর্বকনিষ্ঠ পাইলট হয়েছিল।
ম্যাকের পরিবারকে একটি ফ্লাইং পরিবার বলা যায়। কারণ তার বাবা স্যাম একজন পেশাদার ফেরি পাইলট। মা বিটরাইস একজন প্রাইভেট পাইলট। পরিবার সম্পর্কে ম্যাক বলে, ‘আমি ভাগ্যবান যে এমন একটি পরিবার পেয়েছি। তাদের জন্য আমি উড়তে পেরেছি।’
ম্যাক তার যাত্রায় একটি উচ্চক্ষমতাসম্পন্ন আলট্রালাইট বিমান ব্যবহার করেছে। যার ক্রুজিং গতি ঘণ্টায় ৩০০ কিমি। এ ধরনের দীর্ঘ যাত্রার জন্য বিমানটিকে বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে। ম্যাকের প্রধান পৃষ্ঠপোষক আইসিডিসফট তাকে এই প্রচেষ্টার জন্য বিমানটি ঋণ দিয়েছে।
সূত্র : ইনডিপেনডেন্ট, আয়ারল্যান্ড।