সোনার বারসহ এয়ার ইন্ডিয়ার পাইলট গ্রেপ্তার

air_indiaসোনা চোরাচালানে জড়িত থাকার অভিযোগে মুম্বাই বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার এক জ্যেষ্ঠ পাইলটকে গ্রেপ্তার করা হয়েছে।

এনডিটিভি বলছে, বুধবার সন্ধ্যায় বিমানবন্দরে নিয়মিত তল্লাশির সময় তার চেক-ইন ব্যাগ ও হাত ব্যাগে ৬০০ গ্রাম সোনার বার পাওয়া যায়, যার মূল্য ১৬ লাখ রুপি।

ভারতীয় শুল্ক বিভাগের এয়ার ইন্টেলিজেন্স ইউনিটের এক কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃত পাইলটের কাছ থেকে সাতটি সোনার বার উদ্ধার করা হয়েছে।

“তিনি সোনা রাখা, বহন করা এবং সেগুলো লুকানোর কথা স্বীকার করেছেন। এসব সোনা চোরাপথে ভারতে আনা হয়েছে,” বলেন ওই কর্মকর্তা।

পরে জ্যেষ্ঠ ওই পাইলটকে জামিনে মুক্তি দেওয়া হয়।

ভারতীয় শুল্ক কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি সব উড়োজাহাজের ক্রু-কে নিয়মিত তল্লাশির মধ্য দিয়ে যেতে হচ্ছে।

তাৎক্ষণিকভাবে এয়ার ইন্ডিয়া এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.