মস্কোতে আটক ভারতের ‘এলিট’ নেতাকে হত্যার পরিকল্পনাকারী

ভারতের একজন ‘এলিট’ নেতাকে হত্যার পরিকল্পনা করেছিলেন জঙ্গিগোষ্ঠী ইসলামি স্টেটের (আইএস) এক সদস্য। তাকে মস্কো থেকে আটক করেছে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)।

সোমবার আইএস-এর আত্মঘাতী ওই সদস্যকে আটক করা হয়। রুশ বার্তা সংস্থা স্পুতনিকের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 একটি বিবৃতিতে এফএসবির পক্ষ থেকে বলা হয় রাশিয়ায় নিষিদ্ধ ইসলামিক স্টেট আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের একজন সদস্যকে শনাক্ত ও আটক করেছে।

ওই ব্যক্তি মধ্য এশিয়া অঞ্চলের একটি দেশের বাসিন্দা। তিনি ভারত সরকারের একজন প্রতিনিধিকে বোমা মেরে হত্যা করতে চেয়েছিলেন।

 বিবৃতিতে আরও বলা হয়েছে, আটক ব্যক্তিকে আত্মঘাতী বোমা হামলার জন্য নিয়োগ দিয়েছিল আইএস।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আইএস তার মতাদর্শ প্রচারের জন্য বিভিন্ন ইন্টারনেটভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম ব্যবহার করছে। সাইবারস্পেস সংশ্লিষ্ট এজেন্সিগুলি এই বিষয়ে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সূত্র: এনডিটিভি

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.