সরকারের কূটনৈতিক প্রচেষ্টার কারণেই বাংলাদেশ থেকে সৌদি আরব সরকার জনশক্তি রপ্তানির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে নগর ভবনের গ্রিন প্লাজায় বনবিভাগ আয়োজিত ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গত ছয়বছর গৃহকর্মী ছাড়া অন্য পেশার জনবল নেয়নি সৌদি সরকার। এ জন্য দীর্ঘ সময় থেকে সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছিলো বাংলাদেশ। সরকারের এ প্রচেষ্টারই সুফল মিলেছে। শেষ পর্যন্ত ১০ আগস্ট (বুধবার) দেশটির শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশ থেকে সব পেশার জনবল নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।
শাহরিয়ার আলম বলেন, বুধবার রাতেই দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করেছে। এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ থেকে এখন যে কোনো পেশার মানুষ সৌদি আরব যেতে পারবে। এতে বৈদেশিক মুদ্রা অর্জনে বাংলাদেশ আরও সমৃদ্ধ হবে।
সৌদি আরবের হারাজ বিন কাশেম মানফুহায় নাটোরের নলডাঙ্গা উপজেলার চারজন শ্রমিক কারখানায় দগ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নিহতদের মরদেহ বাংলাদেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। যে হাসপাতালে নিহত শ্রমিকদের মরদেহ রয়েছে, সেখানে বাংলাদেশি দূতাবাসের কর্মকর্তারাও রয়েছেন।
এর আগে বিভাগীয় বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। পরে প্রতিমন্ত্রী বৃক্ষমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীনে সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার আবদুল হান্নান, বিভাগীয় বন কর্মকর্তা ইমরান আহমেদ ও বাড়ির ছাদে বাগান করার জন্য দেশে প্রথম পুরস্কারপ্রাপ্ত নারী রাজশাহীর শামিম আরা প্রমুখ।