নতুন ড্রোন বানালো ইরান, ইসরায়েলে হামলায় সক্ষম

ইরান ঘোষণা দিয়েছে ইসরায়েলের তেল আবিব ও হাইফার মতো দূরবর্তী শহরে হামলা চালাতে সক্ষম একটি অত্যাধুনিক ড্রোন তৈরি করেছে।

দেশটির সামরিক বাহিনীর পদাতিক ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিয়োমার্স হায়দারির উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজ।

ইরানি কমান্ডার জানিয়েছেন, নতুন ড্রোনটির নাম আরাশ-২। এটি আরাশ-১’র একটি উন্নত সংস্করণ।

জেনারেল হায়দারির উদ্ধৃতি দিয়ে ইরানি সংবাদমাধ্যম পার্স টুডের খবরে বলা হয়েছে, দেশটি তেল আবিব ও হাইফা নগরীতে হামলা চালাতে সক্ষম উন্নতমানের ড্রোন তৈরি করেছে। ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বাঁধলে এসব ড্রোন ব্যবহার করবে ইরান।

এ সামরিক কর্মকর্তা বলেন, নতুন এই ড্রোনের অনন্য কিছু বৈশিষ্ট্য ও সক্ষমতা রয়েছে। হামলা চালানোর আগে ড্রোনটি বেশ কয়েকবার লক্ষ্যবস্তু সম্পর্কে তথ্য যাচাই করে নিতে পারে।

জেনারেল হায়দারি বলেন, আরাশ-২ বিশেষভাবে ইসরায়েলের হাইফা ও তেল আবিবে হামলার জন্য তৈরি করা হয়েছে। আগামী সামরিক মহড়ায় এর সক্ষমতা দেখানো হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.