পাকিস্তানি হেলিকপ্টারের অপহৃত ৬ ক্রু মুক্তি পেলেও ঠিক কোন প্রক্রিয়ায় তাদের মুক্ত করা হলো তা যথাযথভাবে জানা যায়নি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বন্দিবিনিময়ের শর্তে তাদের মুক্তি দেওয়া হয়েছে।
এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিস জাকারিয়া দাবি করেন, ‘পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে আন্তঃউপজাতি বিনিময়ের মাধ্যমে এই ক্রুদের মুক্তি দেয়া হয়েছে। আজ তারা ইসলামাবাদ পৌঁছেছেন।’ অবশ্য তিনি সুনির্দিষ্টভাবে জানাননি যে কারা এই ক্রুদের পণবন্দি করেছিল। কী উপায়ে এরা মুক্তি পেয়েছিল তাও জানাননি তিনি। নাফিস বলেন, ক্রুদের ৫ পাকিস্তানি ও একজন রুশ নাগরিক। তাদের সকলের স্বাস্থ্যই ভাল রয়েছে।’
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে তাদের মুক্তির ব্যাপারটি নিশ্চিত করা হয়েছে। এদিকে মুক্তির পর ওই ৬ হেলিকপ্টার আরোহীর ইসলামাবাদে ফিরে যাওয়ার তথ্য নিশ্চিত করে আরেক ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
উল্লেখ্য, একটি হেলিকপ্টারে চড়ে গত ৪ আগস্ট পাকিস্তানের পেশাওয়ার থেকে উজবেকিস্তানে যাচ্ছিলেন ওই ৬জন। রাশিয়ায় তৈরি ওই হেলিকপ্টারটি মেরামতের জন্য উজবেকিস্তানে নিয়ে যাওয়া হচ্ছিল। পেশোয়ার থেকে উড্ডয়নের পর যান্ত্রিক গোলযোগে দেখা দিলে আফগানিস্তানে নামতে বাধ্য হয় এটি। তারপর তারা তালেবান জঙ্গিদের হাতে পড়েন এর আরোহীরা।
শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, পাকিস্তানি হেলিকপ্টার থেকে আটক ৬ আরোহীকে ছেড়ে দিয়েছে তালেবান। এদের মধ্যে পাঁচ জন পাকিস্তানি। বাকি একজন রুশ নাগরিককে।
আফগানিস্তানের স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ৪ আগস্ট হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর তালেবান জঙ্গিরা এর ছয় ক্রুকে অপহরণ করে নিয়ে গিয়েছিল। এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে আরেক ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, গত ৪ আগস্ট আফগানিস্তানে নিখোঁজ হওয়া পাঞ্জাব সরকারের হেলিকপ্টার ও তার ছয় আরোহীর সবাই আজ ইসলামাবাদে ফিরে এসেছেন।’