রুশ নাগরিকরানইউক্রেন যুদ্ধে যোগ দেয়ার ভয়ে গণহারে দেশত্যাগ করছে। যে যেভাবে সুযোগ পাচ্ছে সে সেভাবে পালাচ্ছে। অতিরিক্তি চাহিদার কারণে গত কয়েকদিন ধরেই বিমানের টিকিটের দাম বেড়েই চলেছে। এই মুহূর্তে একটা টিকিট সর্বোচ্চ ২৭ হাজার ডলার দিয়েও কিনছে মানুষ। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ খবর দেয়া হয়েছে।
গত বুধবার ইউক্রেন যুদ্ধের জন্য রিজার্ভ সেনার আংশিক মোতায়েনের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অর্থাৎ গত ৭৫ বছরের পর রিজার্ভ সেনা তলবের ঘটনা এটাই প্রথম। পুতিনের ঘোষণা অনুযায়ী, প্রায় ৩ লাখ সেনা করে মোতায়েন করা হবে।
ওই ঘোষণার পর থেকে রাশিয়া থেকে পালিয়ে যাবার চেষ্টা করছেন দেশটির হাজার হাজার মানুষ। দেশত্যাগের জন্য সীমান্তে সীমান্তে ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়েছে। তবে ক্রেমলিন বলছে, যুদ্ধ করতে সক্ষম ব্যক্তিরা দেশত্যাগ করছে বলে যেসব খবর প্রকাশিত হচ্ছে সেগুলো অতিরঞ্জিত।
তবে আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, সামরিক বাহিনীতে যোগদানে সক্ষম এমন পুরুষেরা দেশ ছাড়ছেন। প্রধানত আর্মেনিয়া, তুরস্ক ও আজারবাইজানের মতো দেশগুলোতে যাচ্ছে তারা। কারণ এ দেশগুলোতে ভিসার দরকার হয় না। এছাড়া জর্জিয়া, সুইডেন ও ফিনল্যান্ডে যাচ্ছে অনেকেই।
এর ফলে রাশিয়া থেকে এসব দেশগামী ফ্লাইটগুলোর টিকিটের চাহিদা এখন তুঙ্গে। আর অতি চাহিদার কারণে বাড়ছে টিকিটের দাম। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন মতে, চার্টার্ড বিমানে এখন একটা টিকিটের দাম গড়ে ২১ হাজার ডলার। তবে কেউ কেউ একটি টিকিটের জন্য ২৭ হাজার ডলার ি বরাত দিয়ে দ্য গার্ডিয়ান বলছে, আট সিটের একটি বিমানে একটি সিটের বিপরীতে বুকিং হিসেবে আগে তারা মাত্র ৫০ ডলার নিতেন। সেটা এখন তারা ৫ হাজার ডলার নিচ্ছেন। বিকভের কথায়, ‘এ মুহূর্তে পরিস্থিতি পুরোই টালমাটাল।’