বেঙ্গালুরুতে যানজট এড়াতে হেলিকপ্টার সেবা
ঢাকা শহরে যারা থাকেন তাদের কাছে এ এক অতিপরিচিত দৃশ্য। ১৫-২০ মিনিটের পথ যেতে এক ঘণ্টা। ভারতের বেঙ্গালুরু শহরের হালও একই।
যানজট এড়াতে এবার ভারতের বেঙ্গালুরু শহরে চালু হচ্ছে হেলিকপ্টার সেবা। স্থানীয় আরবান এয়ার মোবিলিটি সংস্থা ‘ব্লেড ইন্ডিয়া’, বেঙ্গালুরু বিমানবন্দর এবং হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (এইচএএল) বিমানবন্দরের মধ্যে হেলিকপ্টার পরিসেবা চালু করতে চলেছে। আগামী ১০ অক্টোবর থেকে এই পরিসেবা চালু হবে।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বেঙ্গালুরু শহরের রাস্তার যানজটের চাপ ছাপিয়ে গেছে মুম্বাইকেও। এক বছরে বেঙ্গালুরুর একজন সাধারণ যাত্রী রাস্তায় যানজটে সময় ব্যয় করেন প্রায় ১০ দিন ৩ ঘণ্টা। শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের বিমানবন্দরে যাওয়া যাবে হেলিকপ্টারে। শুরুতে দুটি হেলিকপ্টার চালানো হবে।
ফলে বেঙ্গালুরুর একজন সাধারণ যাত্রীর গাড়িতে যেতে যে গন্তব্যে পৌঁছাতে আগে সময় লাগত ২ ঘণ্টারও বেশি সময়, সেখানে এখন পৌঁছে যাওয়া যাবে মাত্র ১২ মিনিটে। টিকিটের মূল্য বাবদ যাত্রীদের দিতে হবে ৩,২৫০ টাকা, এর সঙ্গে কিছু কর যোগ হবে।