তিন মাসে মোট ৫২ বার মেসির ভ্রমণ প্রাইভেট জেটে

সারা বিশ্বের কাছে তিনি আইডল। ফুটবল কথা বলে তাঁর পায়ে। কিন্তু পরিবেশ রক্ষার প্রশ্নে সেই লিওনেল মেসিকেই দশ গোল হজম করতে হচ্ছে।

সম্প্রতি ব্যক্তিগত যানবাহন ব্যবহার করার কারণে পরিবেশ সচেতনতা কর্মীদের তোপের মুখে পড়েছেন বিভিন্ন সেলিব্রেটি, দল, রাজনৈতিক কর্মী এবং অন্যান্য অঙ্গনের ব্যক্তিরা। এই তালিকার সবশেষ সংযোজন প্যারিস সেন্ট জার্মেই, পিএসজির তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি।

 

পরিবেশ সচেতনতা কর্মীদের দাবি, গন্তব্যে যাওয়ার জন্য গণপরিবহণ বাদ দিয়ে উচ্চ পর্যায়ের ব্যক্তিদের নিজস্ব যানবাহন বিশেষ করে বিমান ব্যবহারের পরিমাণ অনেকাংশে বেড়ে গেছে। এভাবে ব্যক্তিগত বিমান ব্যবহারের ফলে কার্বন ডাই অক্সাইড নিঃসরণের মাত্রা বেড়ে গেছে। যেটা মারাত্মকভাবে পরিবেশের ক্ষতি সাধন করছে।

এক প্রতিবেদনে ফ্রান্সের জনপ্রিয় প্রচারমাধ্যম এল ইকুইপ জানিয়েছে, গত জুন থেকে আগস্ট, এই তিন মাসে ৫২ বার মেসির ব্যক্তিগত বিমান ব্যবহার হয়েছে। এল ইকুইপের দাবি, এজন্য ১ হাজার ৫০২ টন কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হয়েছে।

এই পরিমাণ কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করতে একজন ফরাসির ১৫০ বছরের মতো লেগে যায়। মূলত এজন্যই সমালোচনার মুখে পড়েছেন আর্জেন্টিনার অধিনায়ক এবং বার্সেলোনার সাবেক তারকা খেলোয়াড়। পরিবেশ কর্মীরা মনে করছেন, মেসির মতো একজন বিশ্ব তারকার কাছে এমন কিছু কখনই প্রত্যাশিত নয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.