ইকোনমি ট্রাভেলারদের খাবার বন্ধ করেছে ব্রিটিশ এয়ারওয়েজ

british-airways120160815151006ইকোনমি ট্রাভেলারদের জন্য খাবার সরবরাহ বন্ধ করে দিয়েছে ব্রিটিশ এয়ারওয়েজ। সাধারণত সাড়ে আট ঘণ্টার ফ্লাইটে বিমানের আরোহীদের জন্য দুইবার ভারি খাবার সরবরাহ করা হয়। কিন্তু এখন থেকে ইকোনমি ট্রাভেলারদের জন্য দুইবার খাবারের ব্যবস্থা আর থাকছে না।

সাত ঘণ্টার কম সময়ের জন্য যারা ইকোনমি ট্রাভেলার হিসেবে বিমানে সফর করবেন তাদের জন্যই একই ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। অর্থাৎ বিমানে দুইবার ভারি খাবার দাবার পাওয়ার সৌভাগ্য আর পাচ্ছে না ইকোনমির যাত্রীরা।

গত মাসেই খাবার বন্ধের এই বিষয়টি জানানো হয়েছিল। সেসময়ই অভিযোগ উঠেছিল বিমান কর্তৃপক্ষ খাবারের জন্য আলাদা খরচ নিচ্ছে।

british-airways20160815150606

ব্রিটিস এয়ারওয়েজের এক মুখপাত্র জানিয়েছেন, দুটি ভারি খাবারের পরিবর্তে যাত্রীদের একটি ভারি খাবার দেওয়া হবে। এছাড়া একটি ভারি খাবারের পর যদি যাত্রীরা আবারো কোনো খাবার খেতে চান তবে তাদের হালকা নাস্তা সরবরাহ করা হবে। কিন্তু হালকা নাস্তা বা এ্যালকোহলের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা থাকছে না। এগুলো আগের মতই সরবরাহ করা হবে বলেও জানান তিনি।

যুক্তরাজ্য থেকে নিউইয়র্কসহ আমেরিকার পূর্ব উপকূলে যেতে বিমানে সাত থেকে আট ঘণ্টা সময় লাগে। তবে টরোন্টো এবং কানাডার মন্ট্রিলে যেতে সাত ঘণ্টার মত সময় লাগে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.