হজ ফ্লাইট নিয়ে বিশৃঙ্খলার আশঙ্কা

Hajj-Return1হজ ফ্লাইট নিয়ে এবারও বিশৃঙ্খলার আশঙ্কা রয়েছে। ভিসা পাওয়ার পরও হজযাত্রীদের সৌদি আরবে পাঠাতে গড়িমসি করার অভিযোগ উঠেছে কিছু হজ এজেন্সি মালিকের বিরুদ্ধে। বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্স এবার সমানসংখ্যক হজযাত্রী বহন করবে বলে কথা রয়েছে। তবে শুরুতেই যাত্রী স্বল্পতার কারণে বিমানের কয়েকটি হজ ফ্লাইট বাতিল করা হয়।

গতকাল সোমবার পর্যন্ত বিমানের মোট সাতটি হজ ফ্লাইট বাতিল হয়েছে। তবে সৌদি এয়ারলাইন্সের কোনো হজ ফ্লাইট বাতিল হয়নি। হজযাত্রী সময়মতো ফ্লাইটে হাজির না হলে তাকে ৩০০ ডলার জরিমানা করছে সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ এক হাজার ৭৫৮ হজযাত্রী এবার হজ পালনে সৌদি যাবেন। এর মধ্যে ৫১ হাজার যাত্রী (সরকারি যাত্রীসহ) বিমান এবং ৫০ হাজার ৭৫৮ হজযাত্রী বহন করবে সৌদি এয়ারলাইন্স।

সূত্র জানায়, এবারও হজ ফ্লাইট পরিচালনা নিয়ে বিশৃঙ্খলা হতে পারে বলে আশঙ্কা করছে বিমান কর্তৃপক্ষ। ভিসা পাওয়ার পরও বিমানের হজযাত্রীদের সৌদি আরবে পাঠাতে গড়িমসি

করছে কিছু হজ এজেন্সির মালিক। বিষয়টি আশকোনা হজ অফিস থেকে লিখিতভাবে হজ মন্ত্রণালয়, হাবসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জানানো হয়েছে। বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্সের সমানসংখ্যক যাত্রী বহনের কথা রয়েছে।

গতকাল সকাল পর্যন্ত সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি দূতাবাস থেকে ৬৩ হাজার ২১২ হজযাত্রীর ভিসা হয়েছে। এরই মধ্যে ২৯ হাজার ১৩১ যাত্রী নিরাপদে সৌদি পেঁৗছেছেন। বিমান ও সৌদি এয়ারলাইন্সের বিভিন্ন ফ্লাইটে যাত্রীরা সেখানে পেঁৗছান। ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও আশকোনা হজ অফিস সূত্রে এ তথ্য পাওয়া গেছে। হাব সভাপতি ইব্রাহিম বাহার বলেন, বাড়ি ভাড়ার নির্ধারিত সময়ের আগে হজযাত্রী পাঠানো যাচ্ছে না। এ ছাড়া প্রায় ১৫০ জন মোনাজেম সৌদিতে রয়েছেন। দেশে আসার পর তাদের রিপোর্ট অনুযায়ী যাত্রীদের সৌদি পাঠানো হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশকোনা হজক্যাম্প উদ্বোধন করেন। পরদিন বৃহস্পতিবার ১৮টি সিট খালি রেখেই ৪০১ হজযাত্রী নিয়ে বিমানের প্রথম হজ ফ্লাইট নিরাপদে সৌদিতে পেঁৗছায়। গতকাল সকাল পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট এ পর্যন্ত ৩৬টি বিমান এবং ৪৪টি সৌদি এয়ারলাইন্সের ৮০টি হজ ফ্লাইটে যাত্রীদের সৌদি পাঠানো হয়। গতকাল রাত সাড়ে ৮টায় হযরত শাহজালাল বিমানবন্দর থেকে হজযাত্রী নিয়ে বিজি-৩০৪১ নম্বর ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে প্রয়োজনীয় সংখ্যক যাত্রী না আসায় ফ্লাইটটি বাতিল করা হয়।

এ ব্যাপারে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন (অব.) এ এম মোসাদ্দেক আহমেদ বলেন, যাত্রী স্বল্পতার কারণে গতকাল পর্যন্ত সাতটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ কারণে সময়মতো হজযাত্রী ফ্লাইট পরিচালনা নিয়ে বিশৃঙ্খলার সৃষ্টির আশঙ্কা রয়েছে। তিনি বলেন, হজযাত্রীর স্বল্পতার কারণে এসব ফ্লাইট বাতিল করতে হচ্ছে। সমস্যা সমাধানে হজ এজেন্সিসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করা হচ্ছে। অচিরেই এ সমস্যা সমাধান হবে বলে তিনি আশা করেন।

আশকোনা হজক্যাম্পের হজ কর্মকর্তা ড. সালেহ্ মোস্তফা কামাল বলেন, কিছু হজ এজেন্সি যাত্রীদের সৌদি পাঠাতে গড়িমসি করছে এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করছে- এমন অভিযোগ রয়েছে। বিষয়টি লিখিতভাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর ও হাবকে জানানো হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.