হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৫ লাখ টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ ৬০০ কার্টন বিদেশী সিগারেটসহ মো. জামাল নামে এক যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার সকালে শুল্ক গোয়েন্দা ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা তাকে গ্রেফতার করে।
এপিবিএনের সহকারী পুলিশ সুপার তানজিনা আকতার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মো. জামাল নামের এক ব্যক্তিকে ৬০০ কার্টন সিগারেটসহ আটক করা হয়েছে। যার মূল্য ২৫ লাখ টাকা।
এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।