কাতারের বিমান মিস করলেন যে সকল তারকা

বিশ্বকাপের মঞ্চে না থাকতে পারা দুর্ভাগা এসব তারকাদের মাঝে সবচেয়ে বেশি রয়েছে চোট সমস্যা। না থাকার তালিকায় উপরের সারিতে আছেন সেনেগালের সুপারস্টার সাদিও মানে, ফ্রান্সের স্ট্রাইকার ও সবশেষ ব্যালন ডি’অর জয়ী তারকা করিম বেনজেমা। চোটে কাতারের বিমান ধরার শেষ সময়ে ছিটকে গেছেন মানে, বেনজেমা এসেও ফিরে যাচ্ছেন।

চোটের থাবায় কাতারের বিমান ধরতে পারেননি ফ্রান্সের বিশ্বকাপজয়ী পল পগবা ও এনগোলো কান্তে। দেশমের দলে নেই বোউবাচার কামরা, ক্রিস্টোফার এনকুকু ও প্রেসনেল কিমপেম্বে। জার্মানির আছেন টিমো ভের্নার ও মার্কো রিউস, ইংল্যান্ডের রেস জেমস, পর্তুগালের ডিয়েগো জোতা ও পেদ্রো নেতো। বিশ্বকাপের অন্যতম ফেভারিট আর্জেন্টিনার জিওভানি লে সেলসো আসতেই পারেননি, নিকোলাস গঞ্জালেজ ও জোয়াকিন কোরেয়া সেখানে এসেও ফিরে যেতে বাধ্য হয়েছেন।

কাতারের বর্ণিল আয়োজনে থাকছেন না ব্রাজিলের অর্থার মেলো, কানাডার স্কট কেনেডি, ইংল্যান্ডের বেন চিলওয়েল, স্পেনের হোসে গায়া ও কেপা আরিজাবালাগা। ইউরোপিয়ান ফুটবলে দাপট দেখানো নরওয়ের আর্লিং হালান্ড নেই বিশ্বকাপে।

দলের ব্যর্থতায় থাকছেন না ইতালির জিয়ানলুইজি দোন্নারুমা ও চিরো ইমোবিল, মিশরের মোহামেদ সালাহ। কলম্বিয়ার জেমস রদ্রিগেজ, সুইডেনের জ্লতান ইব্রাহোমিচ, নাইজেরিয়ার ভিক্টর অসিমেন, আলজেরিয়ার ম্যানচেস্টার সিটি তারকা রিয়াদ মাহারেজও।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.