নৌকায় করে ইন্দোনেশিয়ার ‍উপকূলে ৬৯ রোহিঙ্গা

ইন্দোনেশিয়ার সমুদ্র উপকূলে নোঙ্গর ফেলছে ৬৯ রোহিঙ্গা বোঝাই একটি নৌকা। গতকাল বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। খবর রয়টার্সের।

বিবৃতি অনুসারে, প্রায় এক সপ্তাহ সমুদ্রে ভাসছিল রোহিঙ্গাদের বহনকারী নৌকাটি। পরে আচেহ প্রদেশে ঠাঁই নেয় তারা। ক্ষুধা-তৃষ্ণায় বেশিরভাগ আরোহী দুর্বল হয়ে পড়েছিলেন। তাদের সহযোগিতায় এগিয়ে আসেন স্থানীয়রা। যদিও কোথায় তাদের আশ্রয় দেয়া হবে তা এখনো অনিশ্চিত।

গত কয়েক মাস ধরেই বাংলাদেশ থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় যাচ্ছেন রোহিঙ্গারা। ২০১৭ সালে নিজ দেশ মিয়ানমারে সেনাবাহিনীর অত্যাচার-নিপীড়নের শিকার হয় সংখ্যালঘু মুসলিম এ জনগোষ্ঠী। পরে পালিয়ে আশ্রয় নেয় প্রতিবেশী বাংলাদেশে। বর্তমানে অভিবাসী রোহিঙ্গাদের সংখ্যা ১১ লাখের বেশি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.