ফের বিপত্তি ইন্ডিগোর বিমানে, বারাণসীর বদলে তেলেঙ্গানায় জরুরি অবতরণ

ফের বিপত্তি ইন্ডিগোর বিমানে। মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগ, বেঙ্গালুরু থেকে বারাণসীগামী বিমান জরুরি অবতরণ করল তেলঙ্গনার রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য অন্য বিমানেরও ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিগো কর্তৃপক্ষ।

ডিরেক্টোরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন জানিয়েছে,  ১৩৭ জন যাত্রী নিয়ে বেঙ্গালুরু থেকে বারাণসীর উদ্দেশ্যে রওনা দেয় ইন্ডিগো বিমান 6E897। আকাশে ওড়ার কিছুক্ষণ পরেই যান্ত্রিক ত্রুটি টের পান পাইলট। এরপরই বিমান অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। অনুমতি মেলার পর সকাল ৬.‌১৫ নাগাদ বিমানটি সামশাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (Rajiv Gandhi International Airport) অবতরণ করে। তবে সব যাত্রীরা নিরাপদ রয়েছেন বলে জানা গিয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই বিমানটির অভিমুখ ঘুরিয়ে দেওয়া হয়েছিল।

ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটিকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছনোর আগেই অন্য বিমানবন্দরে নামাতে হয়েছে। ইতিমধ্যেই যাত্রীদের বারাণসী পৌঁছনোর বিকল্প ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে হায়দরাবাদেই রয়েছে বিমানটি। এবং এয়ারক্রাফ্টটি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, বিমানটিতে কী ধরণের যান্ত্রিক ত্রুটি রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এয়ারলাইন্সের তরফে বিবৃতি প্রকাশ করে আরও জানানো হয়েছে, আর কোনও বিলম্ব এড়াতে, যাত্রীদের বারাণসীতে নিয়ে যাওয়ার জন্য একটি বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়েছে। যাত্রীদের অসুবিধার জন্য আমরা দুঃখিত।

প্রসঙ্গত, গত কয়েক মাসে একাধিকবার বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। জরুরি অবতরণ করাতে হয়েছে। শনিবার দিল্লিতে জরুরি অবতরণের ঘোষণা করা হয়েছিল। ফেডএক্স বিমান FX5279 দুবাইয়ের উদ্দেশে উড়ে যায়। তবে উড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্য়েই পাখির সঙ্গে ধাক্কা লাগে বিমানটির। তারপর জরুরি অবতরণ করা হয় বিমানটির। এদিকে গত বৃহস্পতিবারই খারাপ আবহাওয়ার কারণে ২২ টি বিমানকে দিল্লি বিমানবন্দর থেকে গতিপথ বদলে দেওয়া হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.