গ্রিসে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩৬

গ্রিসে একটি কার্গো ট্রেন ও একটি যাত্রীবাহিনী ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। যাত্রীবাহী ট্রেনটি এথেন্স থেকে থেসালোনিকি যাচ্ছিল আর কার্গো ট্রেনটি রওনা দিয়েছিল থেসালোনিকি থেকে।

গত মঙ্গলবার রাতে লারিসা শহরের বাইরে ট্রেন দুটির সংঘর্ষ হয়। গতকাল রাতে এ প্রতিবেদন লেখার সময় গ্রিক সংবাদমাধ্যম প্রোটো থেমা জানিয়েছে, জরুরি পরিসেবাকর্মীরা ৭২ জনকে হাসপাতালে ভর্তি করেছে। নিহতদের স্মরণে তিন দিনের শোক ঘোষণা করেছে গ্রিস। খবর বিবিসি।

উদ্ধারকাজে নিয়োজিত একজন মুখপাত্র জানিয়েছেন, নিহতদের শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। কেননা ট্রেন দুটি সংঘর্ষের পর সেখানে আগুন ধরে যায়। এতে তাপমাত্রা ১৩০০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে। তাৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে তদন্ত চলছে। তাৎক্ষণিকভাবে স্টেশন মাস্টারকে গ্রেফতার করা হয়েছে। খবরে বলা হয়েছে, ট্রেন দুটি বৈদ্যুতিক উপায়ে চলছিল না, সেটি সাধারণভাবে চলছিল।

থেসালির গভর্নর কনস্টান্টিনোস আগোরাস্তোস স্থানীয় টিভি চ্যানেল এসকেএআইকে বলেন, তুমুল সংঘর্ষ হয়। সংঘর্ষে যাত্রীবাহী ট্রেনটির প্রথম চারটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। সংঘর্ষের পর আগুন ধরে যাওয়া প্রথম দুটি বগি প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলেও জানান তিনি।

এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ২৫০ যাত্রীকে বাসে করে থেসালোনিকিতে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

এক যাত্রী গ্রিসের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ইআরটিকে জানান, নিজের স্যুটকেস দিয়ে জানালা ভেঙে ট্রেন থেকে বের হয়েছেন তিনি। আরেক প্রত্যক্ষদর্শী যুবক বলেছেন, পুরো বগিতে ছিল আতঙ্ক, লোকজন চিৎকার করছিল। আরেক যাত্রী এই দুর্ঘটনাকে ভয়াবহ ভূমিকম্পের মতো বলে সংবাদমাধ্যমকে বলেছেন।

সংঘর্ষের সময় যাত্রীবাহী ট্রেনটিতে সাড়ে ৩শ লোক ছিল বলে স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.