ভারতের দিল্লির পিভিসি মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোরে এ ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীর ২৫টি ইউনিট কাজ করছে। -খবর আনন্দবাজার।
আনন্দবাজারের খবরে বলা হয়, দিল্লির টিকরি কালানের এলাকার পিভিসি মার্কেটে আগুন লেগে বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই। আগুন নিয়ন্ত্রণে আনতে ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ২৫টি ইউনিট। আগুন নেভাতে তৎপর হয়েছেন স্থানীয়রাও।
প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। ‘কুলিং অপারেশন’ চলছে। ঠিক কী কারণে আগুন লাগল, তা-ও খতিয়ে দেখতে তৎপর হয়েছে প্রশাসন।