এখন দাবি একটাই শেখ হাসিনার পদত্যাগ : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন আর দশ দফা নয়; দাবি একটাই, শেখ হাসিনার পদত্যাগ।

আজ শনিবার লালমনিরহাটের কালেক্টরেট মাঠে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তিসহ দশ দফা দাবি আদায়ে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান সংসদ ভেঙ্গে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। তবেই বিএনপি নির্বাচনে যাবে। এই নির্বাচন কমিশনের সুষ্ঠু ভোট গ্রহণের ক্ষমতা নেই। গাইবান্ধায় সম্প্রতি নির্বাচনে তা প্রমাণিত হয়েছে।’

বিশেষ অতিথির বক্তব্যে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘আওয়ামী লীগ নাম শুনলেই ভয় লাগে। কারণ তারা ত্রাসের রাজনীতি করে। রঙিন চশমা পরে তারা আবারও ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে।’

জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবীব দুলুর সভাপতিত্বে সভায় রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এতে জেলার বিভিন্ন পর্যায়ের  নেতাকর্মীরা অংশ নেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.