উড্ডয়নের আগে যাত্রীর চিৎকার ‘বিমানে বোম আছে’

কলকাতায় থেকে ব্রিটেনগামী কাতার এয়ারওয়েজের বিমানে বোমাতঙ্কের ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার ভোররাতে ৫৪১ জন যাত্রী নিয়ে কলকাতা থেকে দোহা হয়ে লন্ডন যাওয়ার কথা ছিল কাতার এয়ারলাইন্সের বিমানটির।কিন্তু ৩টা২৯ মিনিটে টেক-অফের আগে এক যাত্রী বিমানে বোমা রাখা আছে চিৎকার করতে শুরু করেন। তার চেচামেচিতেই আতঙ্ক ছড়ায়। তড়িঘড়ি নামিয়ে আনা হয় যাত্রীদের।

বিমানে বোমা আছে খবর ছড়ানোর পরেই হুলস্থূল বেঁধে যায় কলকাতা বিমানবন্দরে। পুলিশ কুকুর নিয়ে তল্লাশি শুরু হয়। যাত্রীদের নামানোর পর গোটা বিমান জুড়ে তন্নতন্ন করে চালানো হয় তল্লাশি। যদিও শেষ পর্যন্ত বিমানে সন্দেহজনক কিছু মেলেনি বলেই জানা গেছে।

বিমানবন্দর সূত্রে খবর অনুযায়ী, বোমাতঙ্কের জেরে রাত তিনটা থেকে বিমানবন্দরেই দাঁড়িয়ে বিমানটি।

এদিকে এমন ঘটনায় ওই যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ চালালে ওই যুবক পুলিশকে জানান, বিমানের অন্য এক যাত্রী তাকে জানিয়েছেন যে, বিমানে বোমা রাখা আছে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, ওই যাত্রী ব্রিটিশ নাগরিক। তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে পুলিশের অনুমান ওই যাত্রী ৌবে অসুস্থ। তার বাবাকে ডেকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি জানিয়েছে, তার ছেলে বিরল মানসিক রোগে আক্রান্ত।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.