রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন তাদের বহু প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরু করেছে। ইতোমধ্যে বেশ কয়েকটি গ্রাম রুশ বাহিনীর কাছ থেকে মুক্ত করেছে।
পাল্টা আক্রমণ চালিয়ে যাওয়ায় ইউক্রেনের কিছু অংশে ‘অত্যন্ত ভয়াবহ যুদ্ধ’ চলছে।
বৃহস্পতিবার (১৫ জুন) ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রীর বরাত দিয়ে বিবিসি কে এ তথ্য জানিয়েছে।
টেলিগ্রাম অ্যাপে হান্না মালিয়া লিখেছেন, ইউক্রেনীয় বাহিনী পূর্বে বাখমুত এবং দক্ষিণে জাপোরিঝিয়ার দিকে অগ্রসর হতে পেরেছে।
তবে তিনি স্বীকার করেছেন যে, রাশিয়ান বাহিনী কিছু এলাকায় কঠোর প্রতিরক্ষা তৈরি করছে।
ইউক্রেনের শহরগুলোতে নতুন করে রাশিয়ার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার পরে তিনি এসব কথা বললেন।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বীকার করলেও যে তার বাহিনী ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের ঘাটতিতে ভুগছে রাশিয়া
এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বীকার করেছেন যে তার বাহিনী ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের ঘাটতিতে ভুগছে। তারপরও সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে দেশটি।