ইরাকের আনবার, কারবালা ও নাজাফ প্রদেশে অবস্থানরতের জন্য নির্দেশনা দিয়েছে দূতাবাস। বিজ্ঞপ্তিতে নিম্নবর্ণিত সময়সূচী অনুযায়ী নবায়নকৃত পাসর্পোট বিতরণ, নতুন পাসপোর্টের আবেদন গ্রহণ ও ই-পাসপোর্ট কার্যক্রম সম্পাদন করার কথা বলা হয়েছে।
রামাদি:
মুজাম্মা ইন্দুলেশ তিজারি, শারা মুসতাউজার। (রামাদি বাজারের পাশে মুখবুল পাশা মসজিদের নিকটে)
তারিখ: ২৩ জুন ২০২৩ সকাল ১০ ঘটিকা থেকে রাত ১০ ঘটিকা পর্যন্ত।
কারবালা:
ফিন্দুক মিজান (মাজারের কাছে)
তারিখ: ২৪ জুন ২০২৩ দুপুর ০৩ ঘটিকা থেকে রাত ১০ ঘটিকা পর্যন্ত।
নাজাফ:
ফিন্দুক কসর।
তারিখ: ২৫ জুন ২০২৩ দুপুর ১২ ঘটিকা থেকে রাত ১০ ঘটিকা পর্যন্ত।