রাশিয়ার রাজধানী মস্কোয় ড্রোন হামলা, বন্ধ বিমান চলাচল

রাশিয়ার রাজধানী মস্কোয় একাধিক ড্রোন হামলা হয়েছে। এতে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনাও ঘটে। টুইটার চ্যানেল স্পেক্টেটর ইনডেক্স জানিয়েছে যে, ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক স্থাপনা। সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে মস্কোয় বিমান চলাচল।

রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনীয় ড্রোন রোববার ভোরে মস্কোতে হামলা চালায়। তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন এসব কথা বলেছেন।

ব্যক্তিগত টেলিগ্রাম চ্যানেলে এক বার্তায় মস্কোর মেয়র বলেন, ‘আজ রাতে একটি ইউক্রেনীয় ড্রোন হামলা হয়েছে। মস্কো শহরের দুটি অফিস ভবনের সম্মুখভাগ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

অপর এক প্রতিবেদনে রাশিয়ার আইনপ্রয়োগকারী সংস্থার বরাত দিয়ে তাস জানিয়েছে, হামলার সাথে জড়িত দুটি ড্রোন মস্কোর পশ্চিমাঞ্চল থেকে গুলি করে ভূপাতিত করা হয়েছে।

রাশিয়ার সূত্রটি জানিয়েছে, ‘এয়ার ডিফেন্স ট্রুপস মস্কো অঞ্চলের পশ্চিমে দুটি ড্রোন আক্রমণ প্রতিহত করেছে।’

এছাড়া আরেকটি ড্রোন হামলায় মস্কো সিটি জেলায় এক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং ভবনে আগুন ধরেনি। লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে। ঘটনাস্থলে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলার শুরুর পর রাশিয়ার রাজধানীতে বেশ কয়েকবার ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ভ্লাদিমির পুতিনের বাসভনের কাছেও ঘটেছে হামলার ঘটনা। রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য বরাবরই ইউক্রেনকে দায়ী করেছে রাশিয়া। তবে ইউক্রেন কখনও রাশিয়ার ভেতরে হামলার কথা স্বীকার করেনি।

সম্প্রতি রাশিয়ার অভ্যন্তরে হামলার বিষয়টি নিয়ে মতামত দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি জানিয়েছে, রাশিয়ার ভেতরে হামলার জন্য ইউক্রেনকে সমর্থন করে না তারা। তবে ইউক্রেনের ভেতর তাদের আত্মরক্ষার সম্পূর্ণ অধিকার রয়েছে বলে মনে করে হোয়াইট হাউস।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.