বিএনপির ৩ পদে নতুন মুখ

বিএনপির নির্বাহী কমিটির তিন সদস্যকে নতুন পদ দিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব।

নির্বাহী কমিটির সদস্য রশিদুজ্জামান মিল্লাতকে দলের কোষাধ্যক্ষ করা হয়েছে। আগের কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহা পদত্যাগ করায় পদটি ধীর্ঘদিন ধরেই শূন্য ছিল।

নির্বাহী কমিটির সদস্য আব্দুল কাদির ভুঁইয়াকে সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবং বজলুল করিম চৌধুরী আবেদকে সহ-পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক করা হয়েছে।

শুক্রবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে তিন নেতার নতুন পদাপ্রাপ্তির কথা জানানো হয়।

সবশেষ ২০১৬ সালে জাতীয় কাউন্সিল হয়েছিল দেশের অন্যতম বড় এই রাজনৈতিক দলের। তারপর নির্বাহী কমিটি, স্থায়ী কমিটি ও উপদেষ্টা পরিষদ মিলিয়ে ৫৯২ জনের নাম ঘোষণা করা হয়।

পরে বিভিন্ন সময়ে কমিটিগুলোতে নতুন সদস্য যুক্ত হন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে সদস্য রয়েছেন ৫০২ জন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.