শুক্রবার ঢাকায় কালো পতাকা মিছিল করবে বিএনপি

সরকার পতনের এক দফা দাবিতে আগামী শুক্রবার রাজধানীতে কালো পতাকা মিছিল করবে বিএনপি ও সমমনা দলগুলো। সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

শিগগিরই নতুন এই কর্মসূচির ঘোষণা আসছে বলে জানিয়ে দলীয় সূত্র বলছে, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আন্দোলনের রোডম্যাপ ঠিক করছে বিএনপির হাইকমান্ড। আগামী মাসের প্রথম দিকে ঢাকায় অবস্থান ও ঘেরাওয়ের মতো কর্মসূচি দেওয়ার চিন্তা করছেন দলের শীর্ষ নেতারা।

দলীয় সূত্র বলছে, শিগগিরই নতুন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি ও সমমনারা।

এদিকে দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানি ও ফরমায়েশি রায়ের প্রতিবাদে পৃথক কর্মসূচির কথাও ভাবছেন বিএনপির নেতারা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.