জাতিসংঘের প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে যা বললেন কাদের

জাতিসংঘ বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে জাতিসংঘ আবাসিক সমন্বয় প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

বৈঠকের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, বিরোধী দল প্রধানমন্ত্রীর পদত্যাগ, সংসদের বিলুপ্তি, তত্ত্বাবধায়কের যে দাবিতে জোর দিচ্ছে সেসব বিষয়ে জাতিসংঘের প্রতিনিধিদের কোনো বক্তব্য নেই, তাদের এ বিষয়ে কোনো মাথাব্যথা নেই। তারা বলেছে, এসব বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।

তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চায় আওয়ামী লীগ। নির্বাচন যত প্রতিযোগিতামূলক হবে দেশে-বিদেশে তত গ্রহণযোগ্য হবে। আমরা চাই বিএনপির মতো বড় রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক। নির্বাচনে আসতে তাদের কেনো জোরাজুরি করব। নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দল হিসেবে তাদের অধিকার।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আজকের আলোচনাটা একটু ভিন্ন ছিল। আলোচনায় গুরুত্ব পেয়েছে বাংলাদেশের উন্নয়ন, এসডিজিতে করণীয় নিয়ে। প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন।

ওবায়দুর কাদেরের নেতৃত্বে আজকের বৈঠকে অংশ নিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মুহাম্মদ ফারুক খান, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.