বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি একটা বিশাল প্রবাহমান নদীর মতো। কেউ চলে গেলে তাতে দলের কিছু আসবে-যাবে না।
আজ সোমবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
‘তৃণমূল বিএনপি’ নামে নতুন নিবন্ধিত রাজনৈতিক দলে বিএনপির সাবেক নেতা শমসের মবিন চৌধুরী ও তৈমুর আলম খন্দকার যোগ দিচ্ছেন বলে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে মির্জা ফখরুল এই মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘তৈমুর আলম খন্দকার এখন আমাদের দলের সদস্য নন, শমসেন মবিন চৌধুরীও আমাদের দলের সদস্য নন। সুতরাং তারা তাদের মতো করে সিদ্ধান্ত নিতেই পারেন। এটা তাদের ব্যাপার। আমরা শুধু এইটুকু বলতে চাই, বিএনপি হচ্ছে একটা বিশাল প্রবাহমান নদীর মতো। সেখানে কত খড়কুটো আসে, কত খড়কুটো যায়- তাতে বিএনপির কিছু যায়-আসে না। দ্যাট ইজ বিএনপি।’
এ প্রসঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, ‘বিএনপি তো বাকশাল নয়। বিএনপি সবাইকে স্বাধীনতা দেয়, যার যার ইচ্ছামতো রাজনীতি করবে। যারা বিএনপি করতে চায় করবে, যারা নতুন দল করতে চায় করবে। আমরা বাকশাল নই যে, সারা দেশের ১৮ কোটি মানুষকে আমরা জোর করে বলব যে- তোমরা একটাই দল করবে, তোমরা শুধু বিএনপি করবে। সেই রাজনীতি বিএনপি করে না।’
তৃণমূল বিএনপিতে আপনাদের দলের অনেকে যোগ দিতে পারেন- এ রকম প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের দল থেকে পদত্যাগ করে তো একজন যোগ দিয়েছেন জাতীয় সংসদে। তাতে রাজনীতিতে কি কোনো পরিবর্তন এসেছে, কোনো মৌলিক পরিবর্তন এসেছে, সরকারের এতে কি বিরাট বিজয় হয়েছে?’
বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য পরবর্তীতে দল থেকে বহিষ্কৃত ব্যারিস্টার নাজমুল হুদা ‘তৃণমূল বিএনপি’ প্রতিষ্ঠা করেন। গত ১৬ ফেব্রুয়ারি দলটিকে নির্বাচন কমিশন নিবন্ধন দেয়। এর কয়েকদিন পর তিনি মারা গেলে দলটির নেতৃত্বে আসেন তার কন্যা অন্তুরা হুদা। আগামীকাল মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলটির প্রথম কাউন্সিল অনুষ্ঠানের কথা রয়েছে।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, তাইফুল ইসলাম টিপু, কৃষক দলের হাসান জাফির তুহিন ও শহিদুল ইসলাম বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।