বিয়ের গুঞ্জন নিয়ে যা বললেন সাই পল্লবী

দক্ষিণি তারকা সাই পল্লবী চুপিসারে বিয়ে করেছেন তার নতুন ছবির পরিচালক রাজকুমার পেরিয়াসামিকে। সম্প্রতি গুঞ্জনটি ছড়িয়েছে। সামাজিক মাধ্যমে তাদের একটি ছবিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে মালা গলায় হাসিমুখে সাই পল্লবী ও রাজকুমার। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী।

সাই পল্লবী বেশ ক্ষুব্ধ। তিনি নিজের এক্স অ্যাকাউন্টে লেখেন, ‘সত্যি বলতে এসব গুঞ্জনে আমার যায় আসে না। আমার সঙ্গে আমার পরিবার বন্ধুবান্ধব আছে। একটা পূজার ছবি কাঁটছাঁট করে ছড়িয়ে দেওয়ার মতো জঘন্য কাজ আর হয় না। আমি যখন আমার কাজের কথা ঘোষণা করেছি। বাকি এই ধরনের জিনিসে মন্তব্য করতেই চাই না। এটা একটা জঘন্য রুচির পরিচয়।’

‘এসকে-২১’ তার আগামী ছবি। মহরতের দিন তোলা তার ও পরিচালক রাজকুমারের গলায় মালা পড়া ছবি কাঁটছাঁট করে ছড়িয়ে দেওয়া হয় সমাজমাধ্যমের পাতায়। এরপর থেকেই শুরু হয় গুঞ্জন। তার অনুরাগীদের একাংশ মনে করেছিলেন, গোপনে বিয়ে করেছেন অভিনেত্রী। বাধ্য হয়েই বিষয়টি পরিষ্কার করলেন সাই।

গুঞ্জনটি শুরু হয়েছিল সাই পল্লবীর জন্মদিনে। প্রযোজক রাজকুমার তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন সামাজিক মাধ্যমে। ছবির মহরতের দিন তোলা ছবিগুলো শেয়ার করে তিনি লিখেছিলেন, ‘শুভ জন্মদিন, প্রিয় সাই পল্লবী।’সেসময় নিন্দুকেরা ওই ছবিগুলো পুঁজি করেই শুরু করে অপপ্রচার।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.