পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শব্দ কী জানেন?

সিনেমায় অনেক সময় অনেক শব্দ শুনলে মনে আতঙ্ক জাগে। বাস্তবেও কিছু কিছু শব্দ শুনলে প্রচণ্ড ভয় লাগে। কিছু ছবি, কিছু সিনেমা ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু জানেন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শব্দ কি? সম্প্রতি বিজ্ঞানীরা ফের নতুন করে তৈরি করেছেন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর শব্দ।

প্রাচীন অ‍্যাজটেকের ডেথ হুইসেল বা মৃত‍্যুর হুইসেলকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শব্দ বলে চিহ্ণিত করেছেন বিজ্ঞানীরা। অ‍্যাজটেক হলেন নেটিভ আমেরিকার বাসিন্দারা।

দ্য গুগেনহেইম মিউজিয়াম ফাউন্ডেশনের তথ‍্য অনুযায়ী, ১৬০০ শতকের গোড়ার দিকে স্প‍্যানিশ আক্রমণের আগ পর্যন্ত মেক্সিকোর উত্তরে ছিল অ‍্যাজটেকজের বাস।

১৯৯০-এর দশকে মেক্সিকোতে একটি ঐতিহাসিক নিদর্শন পাওয়া যায়। যা ছিল এই শব্দের অর্থাত্‍ ওই মৃত‍্যু হুইসেলের সংরক্ষিত প্রতিরূপ বা রেপ্লিকা।

তবে, এই ডেথ হুইসেল কিন্তু আসলে একটি মরা মাথার খুলি। এই হুইসেলের ব্লু প্রিন্ট বিজ্ঞানীরা মাথার খুলির মতো দেখতে একটি বস্তু থেকে পান। সেইসঙ্গে ছিল একটি সম্পূর্ণ কঙ্কাল।

এই মরা মাথার খুলিতে ফুঁ দিলে একরকম ভয়ঙ্কর হাড়হিম করা শব্দ তৈরি হয়। খানিকট প্রচণ্ড জোরে আর্তনাদের মতো শোনায় এই শব্দ। এই শব্দকেই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শব্দকে বলে চিহ্নিত করা হয়েছে।

সূত্র- নিউজ ১৮

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.