দেশে ফিরলেন দুবাইয়ে আটকে পড়া ২৫১ যাত্রী

যান্ত্রিক ত্রুটির কারণে দুবাই বিমানবন্দরে আটকে পড়া ২৫১ যাত্রীকে দেশে এনেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ সোমবার সকাল ১১টা ৫৫ মিনিটে ২১১ জন যাত্রী নিয়ে ঢাকায় অবতরণ করে বিমানের ওই উড়োজাজটি। এর আগে জরুরি ভিত্তিতে ২৬ জন যাত্রীকে অন্য এয়ারলাইন্সে ঢাকায় পাঠানো হয়েছিল।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার লিপি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমানের দুবাই-ঢাকা ফ্লাইট যান্ত্রিক ক্রুটির কারণে আটকা পড়েছিলেন। দুবাইয়ে আটকা পড়া যাত্রীরে বিমানের পক্ষ থেকে থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। মেরামত শেষে বিমানটি আজ ঢাকায় পৌঁছেছে।

তবে একাধিক যাত্রীর অভিযোগ, দুবাইয়ে বিমানবন্দরে আটকা পড়া যাত্রীদের তেমন খোঁজ-খবর নেননি সেখানে কর্মরত বিমান কর্মকর্তারা।

বিমান বন্দরে যাত্রী নাছরিন সুলতানার স্বামী ব্যবসায়ী কাইয়ুম জানান, বিমানবন্দরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার পর যাত্রীদের ডাক-চিৎকারে তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা নেন বিমানকর্মীরা।

ভুক্তভোগী যাত্রীদের কয়েকজন অভিযোগ জানান, বিমান কর্মকর্তারা বিজনেস ক্লাসের ২-১ জন যাত্রীর খোঁজ-খবর নিলেও সাধারণ যাত্রীদের খোঁজ-খবর নেননি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.