বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, এভিয়েশন শিল্পে বাংলাদেশ একটি সম্ভাবনার নাম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সম্ভাবনাকে বাস্তবতায় রূপান্তরের জন্য বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে।
আজ রোববার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এশীয়-প্যাসিফিক অঞ্চলের দেশ সমূহের অংশগ্রহণে ৫৮তম ডাইরেক্টর জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মাহবুব আলী বলেন, গত ১০ বছরে বাংলাদেশের এভিয়েশন শিল্পের প্রবৃদ্ধি হয়েছে দ্বিগুণ, আগামী ১৫ বছরের মধ্যে এই প্রবৃদ্ধি হবে তিন গুণ। এ বছর বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার সম্পর্কের ৫০ বছর পূর্তি হচ্ছে।
তিনি বলেন, গত ১৫ বছরে বাংলাদেশের এভিয়েশন শিল্প আন্তর্জাতিক মান নিশ্চিত করে বিকশিত হয়েছে। এভিয়েশন শিল্পের দ্রুত প্রবৃদ্ধি নিশ্চিতকরণে ও আন্তর্জাতিক মান বজায় রাখার জন্য সারা দেশের সকল বিমানবন্দরে সময়োপযোগী অবকাঠামো উন্নয়ন ও সম্প্রসারণ, জনদক্ষতা উন্নয়ন, নিরাপত্তা উন্নয়ন এবং নিরাপদ বিমান চলাচল নিশ্চিতকরণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ করা হয়েছে। আরো বেশ কিছু উন্নয়ন কাজ চলমান রয়েছে। আমাদের লক্ষ্য, বাংলাদেশের সম্ভাবনা ও ভৌগলিক গুরুত্বকে কাজে লাগিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশকে বিশ্বের একটি অন্যতম এভিয়েশন হবে পরিণত করা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫৮ তম ডিজিসি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইকাও (আইসিএও) কাউন্সিলের প্রেসিডেন্ট সালভাতোর সাকিতানো, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, ইকাও কাউন্সিল মহাসচিব হুয়ান কার্লোস সালজার।
উল্লেখ্য, পাঁচ দিন ব্যাপী ৫৮ তম ডিজিসিএ সম্মেলনে এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৩৬ টি দেশের সিভিল এভিয়েশনের প্রধান, প্রতিনিধি এবং ১১টি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিসহ মোট ৩২৭ জন প্রতিনিধি অংশগ্রহণ করছেন।