সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও উত্তেজনা বৃদ্ধির প্রতিক্রিয়া হিসেবে অঞ্চলটিতে অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।
গতকাল শনিবার রাতে এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানায় পেন্টাগন। খবর আল জাজিরা।
পেন্টাগনের প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে আকাশসীমা সুরক্ষায় আরও ক্ষেপণাস্ত্রবিরোধী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র।
স্থানীয় সময় শনিবার রাতে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বলেন, ‘মধ্যপ্রাচ্যজুড়ে বিভিন্ন স্থানে টারমিনাল হাই অ্যালটিটিউড এরিয়ে ডিফেন্স (টিএইচএএডি) ব্যাটারি এবং বাড়তি প্যাট্রিয়ট ব্যাটালিয়ন মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।‘
মূলত ইরান এবং তার প্রক্সি বাহিনীর শক্তির বিরুদ্ধে মোকাবিলা করতে এবং ইসরায়েলের প্রতিরক্ষায় সহায়তা করতে এই সরঞ্জাম মোতায়েন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান অস্টিন।
এ ছাড়া এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য অনির্দিষ্ট সংখ্যক অতিরিক্ত মার্কিন বাহিনী মোতায়েনের জন্য প্রস্তুত বলেও জানান যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব।
তবে এ যাত্রায় কতজন মার্কিন সেনা মধ্যপ্রাচ্যে যাবেন এবং কোথায় কোথায় এদের অবস্থান হবে তা পরিষ্কার করে বলেননি মার্কিন প্র লয়েড অস্টিন।