হরতালের নামে বিএনপি যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাহলে তা প্রতিহত করবে বাংলাদেশ আওয়ামী লীগ আজ শনিবার (২৮ অক্টোবর) মহাসমাবেশ থেকে দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এ কথা বলেন৷
নাছিম বলেন, বিএনপি হরতাল ডেকেছে। হরতালকে কেন্দ্র করে সন্ত্রাস করলে প্রতিহত করা হবে। শান্তিপূর্ণ করলে আমাদের কোনো সমস্যা নেই।
এ সময় সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
এছাড়া এই সমাবেশ থেকে হরতালকে কেন্দ্র করে বিএনপি কোনো সন্ত্রাস করলে পাড়ায়-পাড়ায়, মহল্লায়-মহল্লায় প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ নেতারা৷
এরআগে, আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের এক দফা দাবিতে আন্দোলনরত বিএনপি শনিবার (২৮ অক্টোবর) রাজধানীতে মহাসমাবেশ ডেকেছিল। এই মহাসমাবেশ থেকে রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় দলটি।