জাতীয় বাংলাদেশ বিমান বাহিনী প্রতিনিধি দলের ভারতের ডিমাপুর সফর

ভারতীয় বিমান বাহিনীর আমন্ত্রণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল ভারতের ঐতিহাসিক স্থান ডিমাপুর সফর করেছে।

গতকাল মঙ্গলবার বিমান বাহিনীর একটি এএন-৩২ পরিবহন বিমানে এক দিনের সফরে তারা ডিমাপুরে যায়। ২০ সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন গ্রুপ ক্যাপ্টেন তানভীর মারজান।

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সহযোগিতামূলক কার্যক্রম এবং উভয় দেশের বিমান বাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে ডিমাপুর সফরটি পরিচালিত হচ্ছে। মহান মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২৮ সেপ্টেম্বর ভারতের নাগাল্যান্ড রাজ্যের ডিমাপুরে কিলো ফ্লাইট প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী যাত্রা শুরু করে।

আইএসপিআর জানায়, কিলো ফ্লাইটের অভিযান পরিচালনার নিমিত্তে তৎকালীন ভারত সরকার বিমান বাহিনীকে একটি ড্যাকোটা বিমান, একটি অটার বিমান এবং একটি অ্যালুয়েট হেলিকপ্টার প্রদান করে। মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তান বিমান বাহিনীর পক্ষত্যাগী বাঙালি কর্মকতা ও বিমানসেনারা এসব বিমানের মাধ্যমে ডিমাপুর থেকেই আকাশপথে অসংখ্য দুঃসাহসিক অপারেশন পরিচালনা করেন। যা আমাদের কাঙ্ক্ষিত বিজয়কে ত্বরান্বিত করে। বাংলাদেশ বিমান বাহিনী প্রতিনিধি দলের এই সফর দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান বিমান বাহিনী ঘাঁটি ‘বঙ্গবন্ধু’র এয়ার মুভমেন্টে উপস্থিত থেকে প্রতিনিধি দলকে বিদায় জানান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.