হাসপাতালের গেটে অ্যাম্বুলেন্সে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, নিহত ১৫

ফিলিস্তিনের বৃহত্তম স্বাস্থ্যসেবা কেন্দ্র আল শিফা হাসপাতালের গেটে অ্যাম্বুলেন্সে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ১৫ জনের মৃত্যু হয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে শনিবার সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

অ্যাম্বুলেন্সে হামলার বিষয়টি স্বীকার করেছে ইসরায়েল। তাদের দাবি-হামাসের সদস্যরা অ্যাম্বুলেন্সটি ব্যবহার করছিল। তবে ইসরায়েলের এমন অভিযোগ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

আল শিফা হাসপাতালের চিকিৎসক ডা. ঘাসান আবু-সিত্তাহ মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছেন বিদ্যুৎ না থাকায় মৃত্যুপুরী হওয়ার পথে রয়েছে ফিলিস্তিনের বৃহত্তম এই স্বাস্থ্যসেবা কেন্দ্রটি।

দুই সপ্তাহ আগে অবরুদ্ধ গাজা উপত্যকায় আল হিলাল ব্যাপটিস্ট হাসপাতালে বোমা হামলা করে বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল ইসরায়েল। ওই হামলায় একসঙ্গে ৫০০ শতাধিক মানুষের মৃত্যু হয়।

গত ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় বিমান হামলা চালিয়ে আসছে ইসরায়েল। নির্বিচারে বোমা হামলায় এ পর্যন্ত ৯২২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.