সোমবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে জাপা

এবার দলীয় মনোনয়ন ফরম বিতরণের খবর দিলো সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)। দলটি এককভাবে নির্বাচন করবে বলে মহাসচিব মুজিবুল হক চুন্নুর ঘোষণার পর মনোনয়ন ফরম বিতরণের খবর দিলো দলটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাপা জানিয়েছে, সোমবার থেকে বৃহস্পতিবার জাতীয় পার্টির দলীয় মনোনয়ন ফরম বিতরণ করা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর বনানীতে দলীয় চেয়ারম্যানের কার্যালয় থেকে ফরম বিতরণ করা হবে।

শুক্রবার থেকে দলটি মনোনয় প্রত্যাশীদের সাক্ষাৎকার নেবে। ২৮ নভেম্বর জাতীয় পার্টির চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ।

রোববার দলটির মহাসচিব চুন্নু বলেন, নির্বাচনে অংশ নেওয়ার সব প্রস্তুতি জাপার আছে। এককভাবে ৩০০ আসনে প্রার্থী দিতে চাই। আমরা জোট, মহাজোট ইত্যাদি করতে চাই না।

জাপা মহাসচিব তাদের দ্বিধার কথাও বলেন। তিনি বলেন, এখন আমরা দ্বিধায় আছি। নির্বাচনে যাবো কি না, যাওয়া ঠিক হবে কি না, জনগণের কী অবস্থা। এ সংশয় থেকে বের হতে পারিনি। যার কারণে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিতে সময় লাগছে।

শনিবার নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়ে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে ভোট করার কথা জানান দলের প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।

অন্য দিকে নির্বাচনে অংশগ্রহণের জন্য দলের মনোনয়নের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি হিসেবে চেয়ারম্যান জিএম কাদেরের নমুনা সই ইসিতে জমা দিয়েছে জাপা।

জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নুর পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, জাতীয় পার্টির মনোনয়ন দেবেন তাদের দলের চেয়ারম্যান জি এম কাদের। জোটবদ্ধ নির্বাচনের বিষয়ে কোনো কিছুর উল্লেখ নেই তাতে।

তবে কোন চিঠি ইসি আমলে নেবে তা নিয়ে এখনও সিদ্ধান্ত জানায়নি নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক সংস্থাটি।

এদিকে রোববার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে ভোটের তারিখ পেছানো এবং দলগুলোর সঙ্গে আলোচনার অনুরোধ জানিয়েছেন বিরোধী দলীয় নেতা রওশন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.