পাসপোর্ট-বোর্ডিং পাস ছাড়াই লন্ডন থেকে পৌঁছলেন নিউ ইয়র্কে

পাসপোর্ট বা বোর্ডিং পাস ছাড়াই লন্ডন থেকে নিউইয়র্কে যাওয়া এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি আদালতে হাজিরা না দেওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।

খবর অনুসারে, গত বছরের ২৩ ডিসেম্বর জন এফ কেনেডি বিমানবন্দরে যাওয়ার আগে পরিচয়পত্র না দেখিয়ে হিথ্রো বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বার্কশায়ারের স্লোর বাসিন্দা ৪৬ বছর বয়সী ক্রেইগ স্টার্টের বিরুদ্ধে। জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছানোর পরে তাকে থামানো হয় এবং যুক্তরাজ্যে ফেরত পাঠানো হয়।

সেখানে তার বিরুদ্ধে বিমান চালনা সুরক্ষা আইনের অধীনে জালিয়াতি এবং অপরাধের অভিযোগ আনা হয়।

লন্ডনে ফেরার পথে ক্রিসমাসের দিন রাত ৮টার দিকে তাকে আটক করা হয়।

ব্রিটিশ এয়ারওয়েজ জানিয়েছে, তারা কর্তৃপক্ষকে তাদের তদন্তে সহায়তা করছে।

হিথ্রো বিমানবন্দরের এক মুখপাত্র বলেন,এই ঘটনায় জড়িত ব্যক্তিসহ যারা ওই ফ্লাইটে যান তাদের সবাইকে নিরাপত্তা ও চেকিংয়ের আওতায় আনা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.