বিরোধীদের সঙ্গে আলোচনায় বসবেন ইমরান খান

বিরোধীদের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান।

গতকাল শনিবার (৪ মে) আদিয়ালা কারাগারে সাংবাদিকদের সঙ্গে আলাপ করার সময় এ কথা জানান তিনি। তবে তাদের সঙ্গে এখনই কোনো চুক্তি করবেন না বলেও জানান তিনি।

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে ইমরানকে উদ্ধৃত করে বলা হয়, দেড় বছর ধরেই আমি আলোচনার জন্য প্রস্তুত, এ কথা বলে এসেছি। তবে আমি কোনো চুক্তিতে যাচ্ছি না।

ইমরান খান বলেন, পিটিআই তিনটি দল বাদে সবার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। ওই তিনটি দল হচ্ছে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন), পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান (এমকিউএম-পি)।

এরই মধ্যে পিটিআই প্রধান দেশের প্রভাবশালী সেনাবাহিনীর সঙ্গে আলোচনার জন্য তিনজনকে দায়িত্ব দিয়েছেন। এর মধ্য দিয়ে ইমরানের সঙ্গে সামরিক বাহিনীর বিরোধ মেটার সম্ভাবনা দেখছেন অনেকেই। কারাবন্দি নেতা ইমরান খান বলেন, আমি তিনজনকে আলোচনার জন্য দায়িত্ব দিয়েছি, কোনো চুক্তির জন্য নয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.