গাজাযুদ্ধ এখনই বন্ধ হওয়া উচিত: বাইডেন

এখনই গাজাযুদ্ধ বন্ধ হওয়া উচিত বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে গাজায় ত্রাণ সহায়তা প্রবেশের ক্ষেত্রে অসহযোগিতা করছে নেতানিহুর সরকার বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে চলছে ন্যাটোর শীর্ষ সম্মেলন। এতে এরই মধ্যে যোগ দিয়েছেন বিশ্ব নেতারা। সেখানে গাজা ইস্যুতে  এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। আল জাজিরা।

 

বাইডেন বলেন, মার্কিন সরকার যুদ্ধবিরতি কার্যকরে কাজ করছে। বর্তমান প্রস্তাবে ইসরায়েল ও হামাস উভয় পক্ষই রাজি। তবে আলোচনার পর্যায়ে কিছু জটিলতা রয়েছে।

তিনি  বলেন, এখনো অনেক সমস্যা রয়েছে। কিন্তু আমরা সমাধানের চেষ্টা করছি। বিষয়টি ইতিবাচক রয়েছে এবং চুক্তি কার্যকর করার ক্ষেত্রে আমি বদ্ধপরিকর। তাছাড়া এই যুদ্ধ এখনই বন্ধ হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.

EN