যৌথ বাহিনীর অভিযানে সন্দ্বীপে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক

মিলাদ মুদ্দাচ্ছির, চট্টগ্রাম (সন্দ্বীপ) প্রতিনিধি

আজ ১৫ সেপ্টেম্বর রোববার বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ বিশেষ অভিযান অবৈধ অস্ত্রসহ দুইজন সন্ত্রাসীকে আটক করেছে।
সন্দ্বীপে অবস্থানরত যৌথ বাহিনীর দায়িত্বশীল সুত্র থেকে জানানো হয় সারা দেশব্যাপী অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযানের অংশ হিসেবে সন্দ্বীপের সন্তোষপুর ইউনিয়নের ভেড়িবাঁধ এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে আটককৃতদের মধ্যে প্রথমে সন্তোষপুরের চিহ্নিত সন্ত্রাসী সাখাওয়াত হোসেন ওরফে আদরকে আটক করা হয়। আটকের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে আরেক দুদ্ধর্শ সন্ত্রাসী আলাউদ্দিনকেও আটক করে অভিযান পরিচালনাকারী দল।
অভিযানে একটি বিদেশি পিস্তল, চা-পাতি, রামদাসহ বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

আটককৃত সন্ত্রাসী আদরের নামে থানায় একটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। আটককৃত দুইজনকে জব্দকৃত অস্ত্রসহ সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.