সাফজয়ীদের ২০ লাখ টাকা পুরস্কার দিল বিসিবি

নেপালকে তাদের মাটিতেই টানা দ্বিতীয়বার হারিয়ে সাফের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এরফলে দ্বিতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার সেরার মুকুট পড়লেন সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমারা। আরও একবার সাফের চ্যাম্পিয়ন হওয়ায় নারী ফুটবলারদের ২০ লাখ টাকা অর্থ পুরস্কার দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

জমজমাট ফাইনালে বুধবার বাংলাদেশ জয়সূচক গোলটি করে একবারে শেষদিকে। তাদের এমন জয়ে গর্বিত বাংলাদেশের ক্রিকেট বোর্ডও। গতবারের মতো এবারও তাই মেয়েদের অর্থ পুরস্কার দিচ্ছে বিসিবি। প্রথমবার শিরোপা জেতা বাংলাদেশকে ৫০ লাখ টাকা দেয়া হলেও এবার দেয়া হচ্ছে ২০ লাখ। মেয়েদের এমন জয় নিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নারী ফুটবল দলের এমন পারফরম্যান্সে আমরা গর্বিত। দেশের ক্রীড়াঙ্গনের উদযাপনে বিসিবিও যোগ দিয়েছে। তাদের জয় সকল ক্রীড়াবিদ ও বাংলাদেশের নারীদের জন্য অনুপ্রেরণা ও আশার আলো হয়ে কাজ করবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মহিলা কমিটিকেও আমরা ধন্যবাদ জানাই। খেলাধুলায় নারীদের অংশগ্রহণ বাড়াতে বিসিবি প্রতিশ্রুতিবদ্ধ। এমন ঐতিহাসিক জয় দেশজুড়ে আরও বেশি আগ্রহ এবং সমর্থন বাড়িয়ে দেবে।’

চ্যাম্পিয়ন শিরোপা ট্রফি নিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুর নাগাদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন সাবিনা, মনিকা, ঋতুপর্ণা, শামসুন্নাহার জুনিয়রা। কোচ পিটার বাটলারের সঙ্গে কোচিং স্টাফের বাকি সদস্যরাও ছিলেন তাদের সঙ্গে। সেখান থেকে ছাদখোলা বাসে ঘরে ঢাকার রাস্তায় মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন ফুটবলাররা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.