ভয়াবহ বন্যায় স্থগিত রিয়াল-ভ্যালেন্সিয়া ম্যাচ

ভ্যালেন্সিয়াতে আগামীকাল শনিবার রিয়াল মাদ্রিদের লা লিগা ম্যাচ স্থগিত করা হয়েছে। এই শতাব্দির ভয়াবহ বন্যার কবলে পড়েছে স্পেন। স্প্যানিশ ফুটবল ফেডারেশন গত বৃহস্পতিবার জানায়, লা লিগার অনুরোধে আগামী সপ্তাহে ভ্যালেন্সিয়ান অঞ্চলের সবগুলো ম্যাচের নতুন সূচি করা হবে।

বন্যায় অন্তত ১৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ বহু মানুষ। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগ হানা দেওয়ার পর স্প্যানিশ সরকার তিন দিনের শোক ঘোষণা করেছে।

শনিবার ভিয়ারিয়াল ও রায়ো ভায়েকানোর লা লিগা এবং লেভান্তের মালাগার বিপক্ষে সোমবারের দ্বিতীয় বিভাগীয় হোম ম্যাচও স্থগিত হয়েছে।

লিগা এফ-এ রিয়াল ও লেভান্তের মধ্যকার ম্যাচও হচ্ছে না।

এরই মধ্যে ক্লাবগুলো ফান্ড সংগ্রহে কোমর বেঁধে নেমেছে। রেড ক্রসের সঙ্গে কাজ করার পাশাপাশি রিয়াল ১০ লাখ ইউরো দান করেছে।

মারাত্মক বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানাতে আগামী সপ্তাহের সব ম্যাচে এক মিনিট নীরবতা পালনের ঘোষণা দিয়েছে।

রিয়াল বার্সার চেয়ে ৬ পয়েন্ট পেছনে থেকে লা লিগা টেবিলের দুই নম্বরে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.